তাসকিন-মিরাজসহ দেশে ফিরেছেন ছয়জন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গত শনিবার। কিন্তু ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে একসাথে সব ক্রিকেটারের দেশে ফেরার ব্যবস্থা করা যায়নি। তাই ভেঙ্গে ভেঙ্গে ফিরতে হচ্ছে। প্রথম দফায় ব্যাটিং কোচ এবং ফিজিও ফিরেছেন। গতকাল বিকেলে ফিরেছেন ছয় জন। বিকেল সাড়ে ৫ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ছয় জনের দলটি। যেখানে অবশ্য ক্রিকেটার মাত্র দুজন। তারা হলেন পেসার তাসকিন আহমেদ এবং অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া এই দলের বাকি চার সদস্য হলেন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ও ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবালও দেশে ফিরছেন একই ফ্লাইটে।

সঙ্গে আছেন দুজন সাপোর্টিং স্টাফ। ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট আবার গতরাতেই ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকা ফিরবে সবচাইতে বড় বহরটি। আর সে বহরের সবাই ক্রিকেটার। এই বহরে যারা রয়েছে তারা হলেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহদি, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামসহ বাকি ক্রিকেটাররা। শুধু তামিম ইকবাল কয়েকদিন পর ফিরবেন। তিনি কিছুদিন লন্ডন অবস্থান করবেন।

এদিকে বিদেশি কোচিং স্টাফ সদস্যদের বড় অংশ ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিজ দেশে ছুটিতে চলে গেছেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড চলে গেছেন দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে তারা সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ব্যাটিং কোচ জেমি সিডন্স ঢাকা ফিরে সেদিনই চলে গেছেন অস্ট্রেলিয়া। তিনিও জিম্বাবুয়েতে যোগ দেবেন দলের সাথে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ওয়ানডে ফরম্যাটে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে তামিম ইকবালের বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের প্রতিনিধি সভা আজ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৩৮ কোটি টাকা