কাঁধের ইনজুরির কারণে পুনেতে ভারতের বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশ দলের পেস বোলিং এর অন্যতম ভরসা তাসকিন আহমেদ। আজ মুম্বাইতে দক্ষিন আফ্রিকার বিপক্ষেও খেলা হচ্ছেনা তার। তাসকিনের ইনজুরি এখনো পুরোপুরি ঠিক হয়নি। তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আশা করা হচ্ছে কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান জানান কাঁধের ইনজুরির কারণে তাসকিনকে বিশ্রামে দেওয়া হয়েছে। আর সে কারনে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না। তবে পরের চার ম্যাচে এই পেসারকে পাওয়া যাবে বলে আশা করছেন সাকিব। সন্দেহ নেই তাসকিনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের পেস আক্রমণে কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছে। তবে পরের ম্যাচ থেকে তিনি আবার দলের সাথে যোগ দিলে বাংলাদেশের পেস ইউনিটটা আবারো শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন সাকিব। আর তাই যত দ্রুত সম্ভব তাসকিনকে ফিরে পাওয়ার প্রত্যাশা বাংলাদেশ শিবিরে। তাসকিনের ইনজুরিটা বেশ পুরানো। এই ইনজুরি নিয়েই তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। যেখানে আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে বল করেছিলেন ৬ ওভার করে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইতে বল করেছিলেন ৮ ওভার। তিন ম্যাচে মাত্র দুটি উইকেট পেয়েছেন তাসকিন। তবে এবার ইনজুরি মুক্ত হয়ে ফিরে নিজের ছন্দও ফিরে পাবেন তাসকিন তেমনটি আশা সাকিবের।