তাসকিনের সঙ্গে বোলিং উপভোগ করেছেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ইনজুরিকে চ্যালেঞ্জ করে ঘুরে দাঁড়িয়েছেন হাসান মাহমুদ। কঠোর পরিশ্রম করেছেন, ফিরেও এসেছেন দুর্দান্তভাবে। গত সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মঞ্চেও অভিষেক হয়ে গেছে হাসানের। এই পেসার মুগ্ধও করেছেন সবাইকে। নিয়মিত ভালো গতির সঙ্গে ঠিক রেখেছেন লাইন-লেন্থ। তাসকিন আহমেদের সঙ্গে হাসানের যুগলবন্দিও ছিল চোখে পড়ার মতো। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রান দিয়ে দুই উইকেট নেন হাসান মাহমুদ। এই ম্যাচের সেরা আরেক পেসার তাসকিন নিয়েছেন চার উইকেট। তার সঙ্গে যুগলবন্দি নিয়ে হাসান মাহমুদ বলেছেন, ‘প্রথম ওভার থেকে ম্যাচের প্রবাহটা তাসকিন ভাই ধরছিল। আমিও কিছু অবদান রেখেছি, এজন্য ভালো লাগছে। অবশ্যই আমার প্রথম বিশ্বকাপ, তারপর উইকেট। একটু রোমাঞ্চ তো ছিলই। আমার খুবই ভালো লাগছে যে তাসকিন ভাইয়ের সঙ্গে বোলিং করে। আশা করি সামনে আমরা এটা ধরে রাখতে পারব। ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে, ইনশাআল্লাহ।’ বাকি ক্রিকেটারদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব দেখা যায় না হাসানকে। তবুও ওসব জায়গার সমালোচনা দলে খুব একটা প্রভাব ফেলেনি বলেই জানালেন হাসান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা আসলে ভালোটা নেওয়ার চেষ্টা করি। খারাপ জিনিসটা এড়িয়ে যাই।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গবেষক আবদুল হক চৌধুরীর স্মৃতি
পরবর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন আজ