তাসকিনের শারজাহকে হারিয়ে জয়ে ফিরলো মোস্তাফিজের দুবাই

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল লিগ টিটোয়েন্টি ক্রিকেটের ২০তম ম্যাচে দেখা হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ম্যাচে তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সকে ৬৩ রানে হারিয়েছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। ম্যাচে তাসকিন ৩টি ও মোস্তাফিজ ২ উইকেট নেন। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার সেদিকুল্লাহ আতালের হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান করে দুবাই। ৪৪ বলে ২টি চার ও ৩টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন আতাল। শেষ দিকে মোহাম্মাদ নবির ৩টি করে চারছক্কায় সাজানো ১৯ বলে ৩৮ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় দুবাই। বল হাতে ৪ ওভারে ৪০ রানে ৩ উইকেট নেন তাসকিন। প্রথম ওভারে ১২ রান দেন তিনি। পরের ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। তৃতীয় ওভারে ৭ রান এবং চতুর্থ ওভারে ১২ খরচায় ১টি করে উইকেট শিকার করেন তাসকিন। চলতি আসরে ৩ ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ১৮১ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে ১১৭ রানে অলআউট হয় শারজাহ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন জেমস রিউ। দুবাইয়ের হয়ে বোলিংয়ে ২ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। প্রথম ওভারে ৮ ও পরের ওভারে ৫ রান দিয়ে ১টি করে করে নেন তিনি। এবারের আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দুবাই। ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে শারজাহ।

পূর্ববর্তী নিবন্ধএকাদশে ফিরে বিবর্ণ সাকিব
পরবর্তী নিবন্ধবিপিএলে চট্টগ্রামের কোচ পরিবর্তন