মাঠের বাইরের ঘটনায় খুব একটা আলোচনায় আসতে দেখা যায় না বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে। হঠাৎই গত সোমবার তার বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। এমনকি মিরপুর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে তাসকিনের নামে। যদিও বাংলাদেশি এই তারকা ক্রিকেটার সেসব অস্বীকার করেছেন। এরই মাঝে ক্রিকেটারদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া মন্তব্যে এই তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। একইসঙ্গে জানিয়েছেন, তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ নিয়ে এখনই পদক্ষেপ না নিয়ে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় বিসিবি। মিঠু বলেন, ‘আগে দেখি তাসকিনকে নিয়ে অভিযোগ সত্যি কি না। যেহেতু আইনি অভিযোগ হয়েছে এবং তা নিয়ে তদন্তও চলছে। ফলে এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরের বিষয়।’ বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসকিন বলেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। একটি জিডি হয়েছে, এখন পুলিশ তদন্ত করবে। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।’ এদিকে, বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে কর্মশালা আয়োজন করা হবে বলেও জানিয়েছেন ইফতেখার আহমেদ। মিঠু বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমরা আগস্টে ছোট একটি ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। সেখানে আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, তারা কী করতে পারবে আর কী পারবে না। ক্রিকেটাররা বহু তরুণের আদর্শ। ভক্তদের প্রতি তাদেরও কিছু দায়িত্ব আছে।’