তালেবান ‘নারী’ বিষয়ে সিদ্ধান্ত না বদলালে ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

| বুধবার , ১১ মে, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

তালেবান সরকারের সামপ্রতিক যেসব সিদ্ধান্তে নারী ও মেয়েদের অধিকার খর্ব হচ্ছে, সেগুলো প্রত্যাহারের লক্ষণ দেখা না গেলে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠীটির ওপর চাপ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমরা বিষয়টি তালেবানকে সরাসরি জানিয়েছি। খবর বিডিনিউজের।

এ বিষয়ে আমাদের হাতে অনেকগুলো উপায় আছে, যদি মনে হয় যে ওই সিদ্ধান্তগুলো বদলাবে না, আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে না, তাহলে আমরা আগে বাড়তে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপগুলো কী হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। দুই দশক ধরে আফগানিস্তানের নারী ও মেয়েদের অর্জিত বিভিন্ন অধিকারের লাগাম টেনে ধরার মতো নীতি বাস্তবায়নের কাজ শুরু করা তালেবানের মন কীভাবে বদলাবে, সে বিষয়েও প্রাইস কোনো ইঙ্গিত দেননি।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ রক্তের মতো লাল হয়ে গেল আকাশ!
পরবর্তী নিবন্ধফের মার্কোসদের হাতে ফিলিপিন্স