তালেবানের ৮ নির্দেশনা, টিভি নাটকে নারীরা নিষিদ্ধ

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

আফগানিস্তানে টেলিভিশন কীভাবে চলবে, সে বিষয়ে নতুন নিয়ম জারি করেছে তালবান সরকার, তাতে নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। খবর বিডিনিউজের। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নারীদের সাংবাদিকতা এখনও নিষিদ্ধ না হলেও টেলিভিশনের পর্দায় হাজির হওয়ার সময় তাদের এবং নারী উপস্থাপিকাদের হিজাব পরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের মুখঢাকা বোরকা পরতে হবে না শুধু মাথা ঢাকলেই চলবে, সে বিষয়টি তালেবানের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি। আফগান সাংবাদিকরা বলছেন, তালেবানের এই নতুন নিয়মের মধ্যে কিছু বিষয় অস্পষ্ট এবং ব্যাখ্যার প্রয়োজন আছে। যুক্তরাষ্ট্র ও মিত্রদের সৈন্য প্রত্যাহারের সুযোগে গত অগাস্টের মাঝামাঝি সময়ে কট্টর ইসলামী গোষ্ঠী তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরলে নারীদের ভবিষ্যত নিয়ে তৈরি হয় উদ্বেগ, আতঙ্ক। দেশটির নারী রাজনীতিবিদদের অনেকে দেশ ছাড়েন। নারী ক্রীড়াবিদ, অভিনয় শিল্পী, সাংবাদিক, অধিকারকর্মীদের অনেকেই চলে যান আত্মগোপনে। বিবিসি লিখেছে, আফগান টেলিভিশন স্টেশনগুলোর জন্য যে নতুন নির্দেশানা জারি করেছে তালেবান, সেখানে মোট আটটি বিধিনিষেধ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছোট দেশগুলোর ওপর কর্তৃত্ব খাটাবে না চীন: শি
পরবর্তী নিবন্ধকয়েক হাজার ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইসরায়েল