তালেবানের নিষেধাজ্ঞার পর আফগানিস্তানে আফিম উৎপাদন কমেছে : জাতিসংঘ

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

তালেবান সরকারের ২০২২ সালে আরোপিত নিষেধাজ্ঞার পর আফগানিস্তানে আফিম চাষ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ২০২৪ সালে আফিম খামারের মোট আয়তন গত বছরের তুলনায় ২০ শতাংশ কমেছে। আর আফিম উৎপাদনের পরিমাণ একই সময়ে ৩২ শতাংশ কমেছে। একসময় বিশ্বের মোট আফিমের ৮০ শতাংশের বেশি উৎপাদন হত আফগানিস্তানে। ইউরোপের বাজারে ব্যবহৃত হেরোইনের ৯৫ শতাংশের উৎসও ছিল আফগান আফিম। তালেবান সরকার ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর ২০২২ সালের এপ্রিলে আফিম চাষ নিষিদ্ধ করে। তারা জানায়, আফিম ইসলামবিরোধী এবং ক্ষতিকর।

পূর্ববর্তী নিবন্ধগোঁফওয়ালা লুকে প্রকাশ্যে শাকিব খান, উল্লাস ভক্তদের
পরবর্তী নিবন্ধচীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর