আফগানিস্তানে তালেবানের নির্যাতনের প্রতিবাদে সংগ্রামরত নারীদের সাথে সংহতি জানিয়ে গতকাল শনিবার নগরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি চট্টগ্রাম জেলা নারী সেলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার চেরাগি পাহাড় মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন নারী সেল, চট্টগ্রামর আহ্বায়ক রেখা চৌধুরী। সমাবেশে সিপিবি ও নারী সেলের চট্টগ্রামের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, তালেবান গোষ্ঠী দীর্ঘদিন পর আবারও ক্ষমতায় এসে আফগান নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছে। একবিংশ শতাব্দীতে এসে তালেবানরা আফগানিস্তানের নারীদের সঙ্গে মধ্যযুগীয় আচরণ করছে। ধর্মের নামে অন্যায় আচরণের মধ্য দিয়ে তালেবানরা আফগান জাতিকে আবারও পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তালেবানদের নির্যাতন প্রতিরোধে যেসব আফগান নারীরা অস্ত্রের মুখে রাজপথে নেমে আসছে তাদের প্রতি আমরা অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। তালেবানদের সকল অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।
সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সিতারা শামীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, অমৃত বড়ুয়া, শওকত আলী, প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপিকা শীলা দাশগুপ্ত, অথৈ নাসরিন, মনোয়ারা বেগম ও আঁখিরেখা পাল। প্রেস বিজ্ঞপ্তি।