তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ ২৫ ডিসেম্বর অধ্যক্ষ মাওলানা মাহমুদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইনুদ্দীন হাসান। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশন চকবাজার শাখার সভাপতি এম মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারী অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আনোয়ার হোসেন মনি, মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার আহ্‌বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধসরফভাটার ৫শ দরিদ্র মানুষ পেল কম্বল