আনোয়ারা উপজেলায় ঘরের তালা ভেঙে দুই বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় চোরের দল স্থানীয় ব্যবসায়ী মাহবুবুর রহমান বুলবুল ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তা ক্যাপ্টেন মনির উদ্দীন মনসুরীর ঘর থেকে নগদ টাকা ও গয়না নিয়ে যায়।
ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুবুর রহমান বুলবুল বলেন, বুধবার মধ্যরাতে একদল চোর ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে আলমারিতে রাখা দেড় ভরি স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।
আরেক ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তা ক্যাপ্টেন মনির উদ্দীন মনসুরী বলেন, গ্রামের বাড়িতে চুরির খবর পেয়ে দুপুরে এসে দেখতে পাই, দুস্কৃতকারীরা ঘরের তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে আলমারীর লকার ভাঙচুর করে কিছু মালামাল নষ্ট নষ্ট করে। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাসান বলেন, ঝিওরী গ্রামে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।












