ঘুণেধরা সমাজের অবক্ষয় রোধ করতে হলে পারিবারিকভাবে নৈতিকশিক্ষা ও দানশীল ভাবনার মধ্যে দিয়ে জীবনকে পূর্ণতা দিতে হবে। গত ৩০ অক্টোবর আনোয়ারায় বৌদ্ধদের তীর্থভূমি তালসরা মুৎসুদ্দিপাড়া বিবেকারাম বিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সমাজকল্যাণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া।
বৌদ্ধ পন্ডিত ভদন্ত ধর্মমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত কঠিন চীবর দানে আশীর্বাণী প্রদান করেন বিহার অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথের। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের। সদ্ধর্ম দেশনা করেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাথের, ভদন্ত বোধিরতন মহাস্থবির, ভদন্ত পি. লোকানন্দ মহাস্থবির, ভদন্ত অনোমদর্শী মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু।
বিশেষ অতিথির বক্তব্য দেন এডভোকেট প্রতীত বড়ুয়া জনি। শুভেচ্ছা বক্তব্য দেন সরোজ কান্তি বড়ুয়া, বিধান বড়ুয়া, জয় বড়ুয়া রাজু প্রমুখ। মঙ্গলাচরণ করেন তিষ্যমিত্র ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন পরিতোষ বড়ুয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জ্ঞানবোধি ভিক্ষু। প্রেস বিজ্ঞপ্তি।