তালসরা দরবার শরীফের ওরশ ২৯ জানুয়ারি

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৬ পূর্বাহ্ণ

তালসরা দরবার শরীফে ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা গত বৃহস্পতিবার দরবার শরীফ মিলনায়তনে ওরশ কমিটির সকল সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওরশ শরীফের সভাপতি শাহজাদা আব্দুল মন্নান। সভায় জানানো হয় আগামী ২৯ জানুয়ারী বৃহস্পতিবার আনোয়ারা তালসরা দরবার শরীফের বার্ষিক ওরশউন নবী (সাঃ) অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে, বাদে ফজর খতমে কোরআন শরীফ, বাদে জোহর বিভিন্ন মাজারের গরিবদের মধ্যে খাবার ও টাকা বিতরণ। বাদে আছর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ কর্তৃক মূল আলোচনা ওয়াজ মাহফিল। বাদে এশা ওয়াজ মাহফিলমিলাদ, দেশ ও জাতির কল্যাণে মুক্তির জন্য বিশেষ দোয়া। মোনাজাত পরিচালনা করবেন তালসরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আশেকে রাসুল হযরত আহমদ ছফা। মোনাজাত শেষে মিলাদে অংশগ্রহণকারী সবার মাঝে তাবাররুক বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মানুষ তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে দিনব্যাপী ড্রামা ফেস্ট