আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার আনোয়ারা তালসরা দরবার শরীফের বার্ষিক ওরশ–উন নবী (সঃ) অনুষ্ঠিত হবে। এতে সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। ওরশে কর্মসূচির মধ্যে রয়েছে, বাদে ফজর খতমে কোরআন শরীফ, বাদে আছর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণের মূল আলোচনা ওয়াজ মাহফিল আরম্ভ, বাদে এশা ওয়াজ মাহফিল–মিলাদ, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া। মোনাজাত পরিচালনা করবেন তালসরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আশেকে রাসুল (সা.) হযরত আহমদ ছফা বাবাজান। মোনাজাত শেষে মিলাদে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












