শারমিন আক্তার পেশায় শিক্ষানবিশ আইনজীবী। থাকেন নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন উত্তর মুরাদনগর এলাকার আমিন জুট মিল এলাকায়। এই শিক্ষানবিশ আইনজীবী চট্টগ্রাম থাকলেও তার নামে রূপালী ব্যাংক নাটোর শাখায় চলতি বছরের ১৮ জানুয়ারি প্রথমে একটি অ্যাকাউন্ট খোলা হয়। গতকাল তার নামে একই ব্যাংকে আরো ৪টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে তার মোবাইলে এসএসএস এলে তিনি বিস্মিত হন। এই ব্যাপারে প্রতীকার চেয়ে গতকাল বায়েজিদ থানায় জিডি করেছেন তিনি।
শারমিন আক্তার আজাদীকে জানান, চলতি বছরের ১৮ জানুয়ারি আমার মোবাইল নম্বরে রূপালী ব্যাংক ঢাকা প্রধান কার্যালয় থেকে অভিনন্দন জানিয়ে একটি এসএমএস আসে যে, আমি রূপালী ব্যাংক নাটোর শাখায় একটি অ্যাকাউন্ট খুলেছি। এসএমএসটি পেয়ে আমি বিস্মিত হই। কারণ আমি থাকি চট্টগ্রামে। আমার নামে নাটোরে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো? বিষয়টি জানতে আমার বাসার পাশে রূপালী ব্যাংক বিবিরহাট শাখায় গিয়ে জানতে চাই। এই ব্যাংকের কর্মকর্তারা আমার মোবাইলের এসএমএস দেখে আমার নামে নাটোরে তাদের শাখায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই বিষয়ে আমি ২৪ জানুয়ারি রূপালী ব্যাংক নাটোর শাখায় একটি উকিল নোটিশ পাঠাই। আমার পাঠানো উকিল নোটিশের জবাবে গত ৩১ জানুয়ারি রূপালী ব্যাংক নাটোর শাখার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান এক চিঠিতে জানান, ১৮ জানুয়ারি রূপালী ব্যাংক পিএলসি নাটোর কর্পোরেট শাখায় মোছা. শারমিন আকতার মিমির নামে একটি সঞ্চয়ী হিসার খোলার সময় গ্রাহক আইডি ব্যবহারের সময় তার আইডির স্থলে ভুলবশত আমার (শারমিন আকতার) আইডি নম্বর ব্যবহার করে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যাংক হিসারটি খুলে ফেলেছিলেন। হিসার খোলার পর আমাদের শাখা থেকে ইস্যুকৃত শুভেচ্ছা ম্যাসেজ অপশন থেকে উক্ত ম্যাসেজ মোবাইলে প্রেরণ করা হয়েছে। এটি ভুলবশত হয়েছে। এর জন্য দুঃখ প্রকাশ করা হয়। আইডিটি সংশোধন করা হয়েছে বলে আমাকে জানানো হয়। কিন্তু আজকে (গতকাল সোমবার) রূপালী ব্যাংকে ৪টি অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে আমার মোবাইলে আরো এসএমএস আসে। এই ঘটনায় আমি বায়েজিদ থানায় জিডি করেছি (নং ৫১)।