মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আলকরণ ওয়ার্ড কাউন্সিলর মরহুম তারেক সোলেমান সেলিমের ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নছির উদ্দীন সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মাহফিল পূর্বক এক সংক্ষিপ্ত স্মরণসভায় আ.জ.ম নাছির উদ্দীন বলেন, তারেক সোলেমান সেলিম ছিলেন রাজনৈতিক নিবেদিত প্রাণকর্মী। তিনি শিশু–কিশোর সংগঠন খেলাঘরের সংগঠক ছিলেন। এই হিসেবে তারেক সোলেমান সেলিম সত্যিকার অর্থেই ধর্ম–বর্ণ নির্বিশেষে মানবপ্রেমিক ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, জালাল উদ্দিন ইকবাল, জামশেদুল আলম চৌধুরী, মো. ইছা, মাহবুবুল হক সুমন, আজিজুর রহমান আজিজ, তারেক ইমতিয়াজ ইমতু প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।