তারেক সোলেমানের বাসায় হানিফসহ আ.লীগ নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পরিবারকে সান্ত্বনা দিতে বাসায় গেলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় নগরের আলকরণস্থ তারেক সোলেমানের বাসায় যান মাহবুব উল আলম হানিফ।
এদিকে বিকেল ৩টায় তারেক সোলেমান সেলিমের পরিবারকে সান্তনা দিতে বাসায় যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি প্রয়াত এই নেতার পরিবারকে সান্তনা দেন।এসময় তিনি বলেন, তারেক সোলেমান বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনে দুঃসময়ের কান্ডারি ছিলেন। এর আগে সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামও তারেক সোলেমানের বাসায় গিয়ে তাঁর পরিবারকে সান্তনা দেন।

পূর্ববর্তী নিবন্ধরেজাউল করিম চৌধুরীর সমর্থনে চিকিৎসকদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধছয় ব্যবসা প্রতিষ্ঠান ও দুই সিএনজি পুড়ে ছাই