তারেক রহমান দেশে ফিরলে সব অনিশ্চয়তা কেটে যাবে : সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পা রাখার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট সব অনিশ্চয়তা ও ধোঁয়াশা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনই দেশের গণতন্ত্র ও অবাধ নির্বাচনের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম২ ফটিকছড়ি সংসদীয় এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকা অভিমুখে যাত্রার প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে একথা বলেন।তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং আগামীতে আরও অনেকে ফরম নেবেন বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, যত বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসবেন, নির্বাচন তত বেশি গ্রহণযোগ্য হবে। এতে করে অন্যায়কারীরা নির্বাচন বঞ্চিত করার সুযোগ পাবে না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, নুর উদ্দিন খান, মোহাম্মদ হান্নান চৌধুরী, শফিউল আজম, আহমদ রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহের ইকবাল লাভলু, পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক সাইফুল হাইদার রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় নিষিদ্ধ আ. লীগের কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেড করার প্রজ্ঞাপন জারি