তারেক রহমান তরুণ প্রজন্মের অনুপ্রেরণা

উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় গোলাম আকবর খোন্দকার

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্ত ও ভাষণ আমাদের শক্তি জুগিয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তীতে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে দ্রুততার সঙ্গে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তারুণ্যের অহংকার তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণমানুষের আস্থা, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখি একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। যেখানে থাকবে না দুঃশাসন, থাকবে না অন্যায়, থাকবে শুধু ন্যায়, স্বাধীনতা, গণতন্ত্র।

তিনি গতকাল মঙ্গলবার জুলাইআগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। সভায় জুলাইআগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি কর্তৃক দেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে উত্তর জেলা বিএনপির উদ্যোগে ছয় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসূচির প্রথম দিন ১৬ জুলাই শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদের স্মরণে বিকেল ৩ টায় নাসিমন ভবন চত্বরে ছাত্র সমাবেশ। দ্বিতীয় দিন ১৮ জুলাই ২০২৫ শহীদদের আত্মত্যাগে বাদ জুমা দোয়া মাহফিল এবং কালোব্যাজ ধারণ বিকাল ৩ টায় নাসিমন ভবন চত্বর থেকে মৌন মিছিল। কর্মসূচির তৃতীয় দিন ২০ জুলাই সবুজ পল্লবে স্মৃতি অম্লান কর্মসূচিতে বৃক্ষরোপণ অভিযান। কর্মসূচির চতুর্থ দিন ২৭ জুলাই গ্রাফিতি অংকন। কর্মসূচির পঞ্চম দিন ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে। কর্মসূচির শেষ দিন ৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার বিজয় মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে। প্রস্তুতি সভায় বক্তব্য দেন, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুচ চৌধুরী, ছালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক আজম খান, অ্যাডভোকেট এম এ তাহের, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহাম্মদ হাসনাত, মোবারক হোসেন কাঞ্চন, জাকির হোসেন, আনোয়ার হোসেন, আবু আহমেদ, কাজী মহিউদ্দিন, এজাহার মিয়া, মোশারফ হোসেন দিদার, শাহ নেওয়াজ সেবুল, হাসান মোহাম্মদ জসিম, সরওয়ার উদ্দিন সেলিম, আব্দুল মোতালেব চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মুরাদ চৌধুরী, মোহাম্মদ সিদ্দিক, বদরুল আলম, সৈয়দ নাসির উদ্দিন, অ্যাডভোকেট খোরশেদুল আলম, মোহাম্মদ আশরাফ, সেলিম নূর, উত্তর জেলা ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি তকিবুল হাসান ত্বকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সজীবউদ্দৌলা সজীব, মিনহাজ উদ্দিন, রহমত উল্লাহ মেম্বার প্রমুখ।

সভায় উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক এম এ হালিমকে আহ্বায়ক করে ৬ দিনব্যাপী গৃহীত কর্মসূচি পালনের জন্য একটি কমিটি গঠন করা হয়। উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সন্দ্বীপের মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে আল্লাহতায়ালার দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামে বিএনপির মধ্যে ঐক্যের সুর বইছে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার