তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে সাতকানিয়ায় বিএনপির কর্মীসভা অনুস্টিত

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:৪০ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে কর্মীসভা চট্টগ্রামের সাতকানিয়ায় অনুস্টিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাংগিয়া হাতিয়ারপুল বাজার প্রাঙ্গনে উক্ত কর্মীসভা অনুস্টিত হয়।

চট্টগ্রামের টেরিবাজার ব্যাবসায়ী সমিতির উপদেস্টা আলহাজ্ব আবদুস ছমদ এর সভাপতিত্বে অনুস্টিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক।

ছাত্রদল নেতা জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুর রহিম,যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী,পৌরসভা বিএনপির সদস্য সচিব এম,এ,রহিম, উপজেলা বিএনপির সদস্য জাকেরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেলুয়ার হোসেন, যুবদল নেতা মো,ইছমাইল, চট্টগ্রাম দক্ষিন জেলা শ্রমিক দল নেতা মো,শফিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মো,রাসেল, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোরশেদুল আলম, রফিকুল ইসলাম, সোনাকানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সেক্রেটারি মোরশেদুল আলম, আবদুর রহিম, মোবারক আহমদ প্রমুখ।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন,দেশনায়ক তারেক রহমান এর ৩১দফা বাস্তবায়নের লক্ষে এবং কোন ভুইফোর বি এন পি নাম বিক্রি করে কোন চাদাবাজি করে তারেক রহমান এবং সাতকানিয়া-লোহাগাড়ায় জননেতা জামাল হোসেন ভাইয়ের নামে কেউ বদনাম করবে তা মেনে নেওয়া যাবে না। কোন মাদক ব্যবসয়ি ও চাদাবাজ আওয়ামিলীগ এর কোন স্থান বিএনপিতে হবে না।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দৃষ্টিনন্দন ডালিয়া নুসরাত জামে মসজিদের উদ্বোধন
পরবর্তী নিবন্ধমহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা