বিএনপির ভাইস–চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খাঁন বলেছেন, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃনমুলের নেতাকর্মীকে নিয়ে আমরা জনগনের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবিস্মরণীয় অবদান তরান্বিত করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সময়ের অনিবার্য দাবী।
তিনি গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নব–গঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ–সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মো: শাহজাহান জুয়েল, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, আলী আব্বাস, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।