তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ

আনোয়ারা উপজেলা বিএনপির সমাবেশে বক্তারা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচারের সভাপতিত্বে ও বরুমচড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন মাঈনু এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. আবু শামার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সলিম উল্লাহ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদিউল আলম, আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আইয়ুব খান রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক, বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এডভোকেট নুরুল আজিম, আনোয়ার হোসেন, বিএনপি নেতা মো. জামাল মেম্বার, ছৈয়দ নুর, মো. ইসহাক, আবু তাহের, আবু তালেব, আক্কাস আলী, মো. নাছির, আবুল হাশেম, নুরুর আবছার, সরফুদ্দীন, মো. কাইছার, মো. ফারুক, শাহাদাত হোসেন, মো. এনাম, মো. শাহেদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মো. মহিম উদ্দীন, মো. এনাম, বিকাশ শীল, গিয়াস উদ্দীন, মো.ফারুক, আনোয়ার প্রমুখ। এতে প্রধান অতিথির বলেন, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলের দুঃসময়ের তৃণমূল ত্যাগী নেতারা ঐক্যবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধসংগীত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার তিন