তারেক রহমানের ৩১ দফা জনগণের আস্থা আর বিশ্বাসে পরিণত হয়েছে

পটিয়ায় বিএনপির কর্মী সমাবেশে- এনামুল হক এনাম

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১২:৩২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারভাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং পটিয়ার এনামুল হক এনামের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে পটিয়া রেল স্টেশন চত্বরে বিএনপির কর্মী সমাবেশ ৯নং ওয়াড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মল্ল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল ফয়েজ, যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, আবুল কাসেম, আবদুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, বিএনপি নেতা ইলিয়াছ ভুট্টো, এম মনজুরুল আলম, বাদশা মিয়া, পৌর যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক বেলাল উদ্দীন, যুবদল নেতা ফজলুল কাদের, মনসুর আমিরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর সাইফুর রহমান, সদস্য সচিব আবদুল কাদের, পৌর কৃষক দলের আহবায়ক বুলবুল আহম্মদ নান্নু, সদস্য সচিব মো. আলমগীর।এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, আগস্ট বিপ্লবের মানুষের আকাঙ্খা ভুলে না গিয়ে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। ছাত্র আন্দোলনের যারা রক্ত দিয়ে জীবন বিসর্জন দিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানী না করার জন্য নেতা কর্মীদের আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ : পটিয়ায় কলেজ শিক্ষার্থী গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে ধরা এএসআইসহ ৬, কারাগারে প্রেরণ