চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন থানা যুবদল, মহানগর স্বেচ্ছাসেবক দল ও জেলা যুবদল–ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে দলীয় নেতা–কর্মী ও সমর্থকেরা ব্যাপক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নেতারা তারেক রহমানকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন।
পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদলের যৌথ উদ্যোগে গতকাল সোমবার সাগরিকা মোড়ে একটি কমিউনিটি হলে খতমে কুরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। তারেক রহমান বিগত দিনের ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানামুখী চাপে রেখে তাকে দেশে আসতে দেয়নি। আগামী ২৫ ডিসেম্বর আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করছেন। দেশবাসী উৎসবমুখর পরিবেশে আমাদের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মহানগর যুবদল নেতা ফজলুল হক সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুবদল নেতা নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, সেলিম বাঙালি, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, হাবিবুর রহমান মাসুম, শাহিন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, আরিফ হোসেন, মিজানুর রহমান দুলাল প্রমুখ। দোয়া মাহফিল শেষে স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

মহানগর স্বেচ্ছাসেবক দল : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। সঞ্চালনায় ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। মিছিল পূর্ব সমাবেশে বেলায়েত হোসেন বুলু বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন–পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, মো. আলমগীর, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাই, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, এম এ হানিফ, শাহাদাত হোসেন সোহাগ, আব্দুল মান্নান, মো. রাসেল খাঁন, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান শিমুল, আব্দুল মান্নান আলমগীর, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে বেলায়েত হোসেন বুলু ও জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে মিছিলটি জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজির দেউড়ি নগর বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

খাগড়াছড়িতে যুবদল–ছাত্রদলের আনন্দ মিছিল: প্রতিনিধি জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদল আনন্দ মিছিল করেছে। সোমবার বিকেলে জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে আদালত সড়ক থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘরে আবার আদালত সড়কে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, জেলা যুবদলের সহ–সভাপতি নাসির সিকদার, জেলা ছাত্রদল সভাপতি মো. আরিফ জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের উত্তরণ হবে।










