সতের বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়। মামলা খারিজের আবেদর শুনানি করেন তারেকের আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। পরে তিনি বলেন, চারটি মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। খবর বিডিনিউজের।
এই চার মামলার এফআইআরে তারেকের নাম ছিল না জানিয়ে খোকন বলেন, এরপরও তাকে বারবার রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। অমানবিক নির্যাতন করেছে। তার শরীরের আঘাতের চিহ্ন এখনো রয়েছে। তারেক রহমানের আরেক আইনজীবী বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলার নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তি করার আগ্রহের কথা জানিয়েছেন। ২০০৪ সালের চাঁদাবাজির ঘটনা দেখিয়ে ২০০৭ সালে ওই মামলাগুলো করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।