বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের ইছাখালী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কাপ্তাই সড়কের মোহাম্মদপুর এলাকা থেকে শুরু করে ইছাখালী সদরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাজী মোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন রুবেল। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা আরিফ তালুকদার।
সঞ্চালনা করেন উত্তরজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত তালুকদার রকি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছাবের হোসেন। বক্তব্য দেন উত্তরজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, মো. শরীফ, মো. হারুন, আলী আকবর, আবু তাহের, শফিউল আলম বাচা, মো. আকবর হোসেন রুবেল ভান্ডারী, মো. আরিফ, মো. সেলিম, মো. আবদুস সালাম, মো. মামুন, নেজাম আত্তারী, মো. আরফাত নূর, মো. মোজাহের, মো. আজগর, জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা এই অপপ্রচারের নিন্দা জানান এবং তা আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে দাবি করেন। অবিলম্বে এসব বন্ধ করা না হলে তা মাঠপর্যায়ে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।