বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘একটি গুপ্ত সংগঠন’ কর্তৃক মিথ্যা অপপ্রচার এবং অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ড্যাব–চট্টগ্রামের উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মেইন গেইটের সামনে প্রতিবাদ সমাবেশ হযেছে।
ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ডা. রাসেল ফরিদ চৌধুরী, ডা. সৈয়দ মো. টিপু সুলতান, ডা. নুরুল করিম চৌধুরী ও ডা. রাহাত খাঁন অঞ্জন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. বাকী বিল্লাহ সবুজ, ডা. গোলাম হাবীব, ডা. জাহিদুল ইসলাম, ডা. জামাল উদ্দিন, ডা. মারুফ উল কাদের, ডা. তৌহিদুর রহমানসহ ড্যাবের অসংখ্য নেতাকর্মী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।