চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, তারেক রহমানের আগমনে সাধারণ মানুষের মাঝে স্বস্তির সুবাতাস বইছে এবং নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন যাবৎ জনমনে অনিশ্চয়তা–ভয়–উদ্বেগ ও উৎকন্ঠার যে কালোমেঘ জমেছিল, তা নিমিষেই কেটে গেছে। তাদের প্রত্যাশা– তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার যে সুদীর্ঘ সংগ্রাম চলছে, তার দ্রুত অবসান ঘটবে। গতকাল শুক্রবার বাদ জুমা ১৮নং পূর্ব বাকলিয়া ওয়াডের্র বজ্রঘোনা শাহী জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া আদায়পূর্বক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে শরীক হন প্রবীণ রাজনীতিবীদ আবুল কাশেম সওদাগর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাজী আবু তৈয়ব, মো. নাজের, শাহজাহান সিরাজ, আব্দুল্লাহ আল ছগীর, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মহিউদ্দিন, হাজী মুুজিবুর রহমান, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আজগর, মো. আলমগীর, নকীব উদ্দিন ভূইয়া, মো. হারুন, মঞ্জুর আলম, আব্দুল কাদের, সাইফুল আলম নিরব, কবি আল সিরাজী, মো. হারুন সও. প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












