বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন এ বি এম আবদুস সাত্তার, যিনি তার মা দলের প্রয়াত চেয়ারপারসন খালেদার জিয়ার সঙ্গে ছিলেন একই দায়িত্ব নিয়ে। এছাড়া তারেক রহমানের প্রেস সচিব হয়েছেন এ এ এম সালেহ (সালেহ শিবলী)। গতকাল শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা দুইজনই বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য।












