বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নগরে মিছিল করেছে যুবদল। গতকাল দুপুর আড়াইটায় জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দান থেকে বের হয় এ বর্ণাঢ্য স্বাগত মিছিল। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ বাদামতলী মোড়ে গিয়ে শেষ হয় এটি। নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আজাদীকে বলেন, যুসমাজের আশা–আকাঙ্খার প্রতীক হিসেবে তারেক রহমানকে বরণ করে নিতে স্বাগত মিছিল আয়োজন করা হয়েছে। নগরের ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড থেকে ২ থেকে ৩ হাজার নেতাকর্মী স্বতঃস্পূর্তভাবে মিছিলে অংশ নেন।
এদিকে স্বাগত মিছিলপূর্ব এক সমাবেশ সভাপতিত্ব করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন–পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের কল্যাণ মূলক রাজনীতির পক্ষে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান শক্তিশালী হবে।
এদিকে মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন ইকবাল হোসেন, নূর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসীমুল ইসলাম কিশোর, অপরুপ বড়ুয়া, আবু সুফিয়ান, মোহাম্মদ আলী সাকি, মোশাররফ হোসাইন, হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ূন কবির, মো. এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন হেলাল, গুলজার হোসেন, আসাদুর রহমান টিপু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, সাইফুদ্দীন মোহাম্মদ মারুফ, তানভীর মল্লিক, নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মদ সাগির, জসিম উদ্দিন সাগর, মোহাম্মদ আলাউদ্দিন, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, মোহাম্মদ নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, ইকবাল হোসেন, আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জহির, কোরবান আলী ও জিয়াউল হক মিন্টু।











