বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে শুভ আগমনকে স্বাগত জানিয়ে নগরীতে বিশাল আনন্দ মিছিল বের করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের একাংশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খানের নেতৃত্বে মিছিলটি নগরীর বিআরটিসি বাস টার্মিনাল থেকে শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতা-কর্মীরা তারেক রহমানের আগমনকে ঘিরে উজ্জীবিত স্লোগান দেন এবং আনন্দ প্রকাশ করেন।
মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দ: আনন্দ মিছিলে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন: সাবেক সহ-সভাপতি: হারুনুর রশিদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক: আলমগীর, আব্দুল মান্নান, নুহুগাজী সেলিম, জহির আহমেদ ও মোহাম্মদ মিজান, সদরঘাট থানার আহবায়ক আরাফাত, বাকুলিয়া থানার আহবায়ক দুলাল, সদস্য সচিব শামীম, আনোয়ার আবেদিন মুন্না এবং মোহাম্মদ শহিদ। কোতোয়ালি থানার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আবু সালে আবিদ, মোহাম্মদ জাহাঙ্গীর, আলী হাসান খান, আলী আক্কাস খান, আনিসুল ইসলাম রুবেল, মোহাম্মদ রাজু, মোহাম্মদ আসিফ, সানাউল্লাহ সানি, অনিক, মাল টু ও মোঃ রনি প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার এই আগমন চট্টগ্রামের জাতীয়তাবাদী শক্তির মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তারা এই আগমনকে ঘিরে যেকোনো কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।












