তারেক রহমানসহ সব আসামি খালাস

২১ আগস্ট গ্রেনেড হামলা

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১২:৩৪ অপরাহ্ণ

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ২১ নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানি শেষ হয়। ওই দিন মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় রায়ের জন্য আজ (রোববার) মামলা দুটি আদালতের কার্যতালিকায় রাখা হয়। এরপর বেলা ১১টায় রায় ঘোষণা শুরু হয়।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধ৬৬৩ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে চোরাচালান লেনদেন নিয়ে যুবককে কুপিয়ে হত্যা