তারেক-মামুনের ৭ বছর কারাদণ্ডের রায় স্থগিত

মুদ্রা পাচার

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

মুদ্রা পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এদিন আদালতে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। খবর বিডিনিউজের।

ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করা এ মামলায় তারেকমামুনের বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই। এর আগে ২০১০ সালের ৬ জুলাই তাদের দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকার অর্থদণ্ড।

পূর্ববর্তী নিবন্ধঅগাস্ট-অক্টোবরে সংখ্যালঘু সংক্রান্ত ঘটনায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০
পরবর্তী নিবন্ধস্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর