বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল। গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তারা আলাদাভাবে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সেখানে উপস্থিত ছিলেন।
গতকাল পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এর আগে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। এদিকে দেশে ফেরার দুই সপ্তাহ পর পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেছেন তারেক রহমান। খবর বিডিনিউজের।
পাকিস্তান হাই কমিশনারের সাক্ষাৎ : তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল বিকালে তাদের সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে : দেশে ফেরার দুই সপ্তাহ পর ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। গতকাল বিকালে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।
দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই পায়ে হেটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।
কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নির্বাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।










