তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলই থাকছে

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে যে রায় দিয়েছিল হাই কোর্ট, আপিল বিভাগেও তা বহাল রয়েছে।

হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ; গতকাল রোববার শুনানি শেষে তা খারিজ করে দিয়েছে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তারেক রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল। খবর বিডিনিউজের। পরে কায়সার কামাল বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল; যে মামলায় এফআইআরে ওনার নাম ছিল না। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যে এবং তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে হাই কোর্ট ডিভিশন এ মামলাগুলো বাতিল করে দেয়।

পূর্ববর্তী নিবন্ধষোলশহর নাজিরপাড়া মডেল সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধচবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু ১৫ জানুয়ারি