রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে দু্ইজনকে এবং বিএনপি কার্যালয়ের সামনে থেকে একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের তারেক রহমানের ভক্ত বলে পুলিশের কাছে দাবি করেছেন। তাদের মধ্যে গতকাল রোববার দুপুরে দুইজনকে এবং শনিবার রাত ৩টার পরে একজনকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, চলাফেরা ও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– এনাম হামি (৩২) এবং দুই বন্ধু মো. রুহুল আমিন ও ওমর ফারুক। ওসি বলেন, রাত ৩টার পরে গুলশানে বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ের সামনে উবারে করে একজন এসে নামেন। তখন তার চলাফেরায় সন্দেহ হয়। পরে কার্যালয়ের নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তি ও চালককে পুলিশের হাতে সোপর্দ করে। আমরা থানায় নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে উবার চালককে ছেড়ে দেওয়া হয় এবং এনাম হামিকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একটি বৈধসহ তিনটি এনআইডি কার্ড ও ব্যাংকের পাঁচটি চেক পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, চাঁদপুর নিবাসী হামির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। ভুয়া এনআইডি কার্ড সঙ্গে রাখা প্রসঙ্গে হামি পুলিশকে বলেছে, আবাসিক হোটেলে ওঠার সময় ভুয়া এনআইডি কার্ড দেয়।
এদিকে রোববার বেলা ১২টার দিকে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে দুই বন্ধুকে গ্রেপ্তার করে গুলশান পুলিশ। ওসি বলেন, রুহুল আমিন ও ওমর ফারুক নিজেদের বিএনপির সমর্থক বলে দাবি করেছেন। তারা বাসার সামনে এসে ছবি তুলছিলেন। সেই সঙ্গে তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলেন। এদের আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে একজনের পকেট থেকে গাঁজার পুটলি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।












