তারেকের নিরাপত্তা দলে আরও ৩ সাবেক সেনা কর্মকর্তা

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:৩৯ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা দলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত তিনজন সেনা কর্মকর্তা। তারা হলেনপরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক (প্রটোকল) হিসেবে অবসরপ্রাপ্ত মেজর মইনুল হোসেন ও পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন মো. গণী উল আজম। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়। খবর বিডিনিউজের।

এর আগে তারেক রহমানের নিরাপত্তা দলের প্রধান হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম। তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার আগেই তাকে ওই দায়িত্ব দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধএলপিজির ঘাটতি নেই, কারসাজি আছে : উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপ্রতিক্রিয়া নিউটনের সূত্রের মত হয়েছে, বললেন অর্থ উপদেষ্টা