তারুণ্যের সমাবেশ উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ, যারা রাষ্ট্র গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। বলা যায় তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ। তিনি গতকাল বৃহস্পতিবার ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে মহানগর যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তাছাড়া কাজীর দেউরী, রেয়াজউদ্দিন বাজার ও আমতলী মোড়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য রাখেন। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। বক্তব্য রাখেন ইকবাল হোসেন, ফজলুল হক সুমন, মিয়া মোহাম্মদ হারুন, হাবিবুর রহমান মাসুম, মো. সেলিম খান, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, নুর হোসেন,জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগির, মহিউদ্দিন মুকুল, মো. শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, মিসবাহ উদ্দিন মিন্টু, গুলজার হোসেন মিন্টু, মোহাম্মদ বেলাল প্রমুখ। বক্তারা আগামীকাল ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের সমাবেশ সফল করার আহবান জানান।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড যুবদল : তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে ১৯নং দক্ষিণ বকলিয়া ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা গত বুধবার চরচাক্তাই স্কুলমাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা যুবদল নেতা মো. ইয়াকুব খান। সানাউল কাদের চৌধুরী সানির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বিশেষ অতিথি ছিলেন ইসমাইল হোসেন লেদু, মো. হাসান, মো. মোছা, মো. মিজান, রাশেদ, সোহেল, মাসুদ, জামাল, মুমিন, মো. শরিফ, আসিফ খান জসিম, পারভেজ, সাদ্দাম, আরিফ, বিল্লাল, মিনহাজ প্রমুখ।

কোতোয়ালী থানাধীন ওয়ার্ডসমূহ : আগামী ১০ মে ‘‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’’ সফল করার লক্ষ্যে কোতোয়ালী থানাধীন ওয়ার্ডসমূহের উদ্যোগে ৭ মে (বুধবার) বিকেল ৫টায় নগরীর কাজীর দেউরীস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুরুল আলম, দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি’র সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, নগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, নগর বিএনপির নেতা এরশাদ উল্লাহ কোরাইশী, অ্যাডভোকেট তারেক আহমেদ, মোঃ মজিব, জসিম উদ্দিন খান, মোহাম্মদ শাহাদাত হোসেন, নুরুল আলম মজনু, মোঃ শমসের, রবিউল আলম রবি, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ।

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি : আগামীকাল শনিবার পলোগ্রাউন্ড ময়দানে ‘তারুণ্যের সমাবেশ’ সফল করার লক্ষ্যে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যুবদল নেতা মো. এরশাদ আলী ও হাজী রাসেলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ওয়ার্ড সভাপতি খন্দকার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাব্বির আহমেদ, হাসান আলী, হারুনুর রশিদ, মনসুর আহমেদ।

পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদল : পটিয়া প্রতিনিধি জানান,পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে পটিয়ায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মে পৌরসদরের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরফাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহম্মদ শাহজাহান। ওহিদুল আলম চৌধুরী পিবলু ও হাবিবুর রহমান রিপনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, মামুনুর রশিদ মামুন, হামিদুল হক পেয়ারু, আল রায়হান চৌধুরী সোহেল, মোহাম্মদ জাহাঙ্গীর, আবদুল সালাম, সাইফুর রহমান, সেকান্দর হোসেন নয়ন, আব্দুল করিম মেম্বার, শহিদুল আনেয়ার লিটন,একরানুল হক বাহাদুর,মুহাম্মদ সোলাইমান, আজিজুল হক, হেলাল উদ্দিন এরশাদ, এস এম রেজা রিপন, গাজী দুলাল, আখতারুজ্জামান বাবলু, জালাল উদ্দিন ছোটন, হাজী মহিউদ্দিন টিংকু, রাজ পারভেজ, রবিউল হাসান সৌরভ, হারুনুর রশিদ দুলাল, আনোয়ার হোসেন সুমন প্রমুখ। সভায় বক্তারা তারুন্যের সমাবেশ সফল করতে পটিয়া যুবদল অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, আগামীর রাষ্ট্র বিনির্মাণে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। দেশের মানুষের কল্যাণে তরুণরা যাতে রাজনীতির প্রতি আগ্রহী হয় সে লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি। আগামী রাজনীতিতে তারুণ্যের ছোঁয়া নিয়ে দলকে শক্তিশালী করতে ১০মে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে যে সমাবেশ অনুষ্ঠিত হবে সে সমাবেশকে সফল করতে পটিয়া থেকে ৩০ হাজার নেতাকর্মীর সমাগম হবে। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া পৌরসদরের ইন্দ্রপুল বায়তুশ শরফ কমপ্লেঙ মিলনায়তনে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিকের সভাপতিত্বে ও পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেলের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, সাইফুদ্দিন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, জিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম, শাহাদাত হোসেন সুমন, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা, সাইফুল ইসলাম খোকন, হোসেন টুটুল, মুরাদ চৌধুরী, হারুন কাকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান
পরবর্তী নিবন্ধবেগম আখতার