তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীষর্ক কর্মশালা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তারুণ্য উৎসব২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। কর্মশালায় তারুণ্যের উৎসব উদযাপনের গঠিত কমিটির সদস্যগণ এবং ইউনিয়নের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আগামীর বাংলাদেশ বির্নীমাণের বিষয়ে উপস্থিত তরুণেরা কর্মশালায় মতামত ব্যক্ত করেন। কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল আবছার আগামী দিনের বাংলাদেশ কেমন হওয়া উচিৎ এ বিষয়ে তার মতামত ব্যক্ত করেন একই সাথে ইউনিয়নের ট্যাগ অফিসারের প্রতিনিধি মোহাম্মদ মঈন উদ্দীনও তার মতামত ব্যক্ত করেন।

ছাত্র, যুবকদের মধ্যে মোহাম্মদ ফাহিম শাহরিয়ার, মেহাম্মদ সাব্বির হোসেন, মিনহাজ বিন ফরহাদ আগামীর বাংলাদেশ বির্নিমানের নিমিত্তে কেমন বাংলাদেশ হওয়া উচিৎ সেই বিষয়ে তাদের দেয়া ধারণার কথা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে আটক চার
পরবর্তী নিবন্ধবায়েজিদে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার