তারুণ্যের জাগরণের কবি সুকান্ত ভট্টাচার্য

সাহিত্য পাঠচক্রের সভায় বক্তারা

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে তারুণ্য ও দ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে এক সভা সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন কবি আশীষ সেন। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রিংকু ভট্টাচার্য, কবি সজল দাশ, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, মিনা চৌধুরী, শবনম ফেরদৌসী, মৈত্রী পালিত, এম. মনজুর আলম, নিলয় দে, সবুজ চৌধুরী রকি প্রমুখ। সভায় প্রধান বক্তা বলেন, সুকান্ত ভট্টাচার্য পরাধীন ভারতের জন কবি ছিলেন। রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় বৈপ্লবিক ভাবধারার অন্যতম কবি, স্বল্প সময়ে যিনি বাংলা সাহিত্যে দাগ কেটে গেছেন। সাম্প্রদায়িক দাঙ্গা, তেতাল্লিশের মন্বন্তর তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে যার লেখনী গর্জে উঠেছিল তিনি হলেন তরুণ কবি, গণ মানুষের কবি সুকান্ত ভট্টাচার্য। প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ কবি সুকান্ত ভট্টাচার্যের লেখনী শোষণ বঞ্চনার বিরুদ্ধে দেদীপ্যমান। শ্রেণি সংগ্রাম, অধিকার আদায়ে নিয়ত প্রেরণা যোগায় কিশোর এই কবির লেখা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারীদের স্বরূপ উন্মোচন ও শাস্তির দাবি
পরবর্তী নিবন্ধবিসিএস ইনফরমেশন অ্যাসো’র নতুন সভাপতি জসীম, প্রণব মহাসচিব