তারুণ্যের উৎসব ২০২৫ র‌্যালী আজ

| সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আজ ৩০ ডিসেম্বর, সোমবার, বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা হতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামের একটি র‌্যালী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত র‌্যালী আয়োজনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিকাল ৩টায় সিজেকেএস কার্যালয়ের সম্মুখ হতে আরম্ভ করে চট্টগ্রাম সার্কিট হাউজকাজীর দেউড়িআলমাস সিনেমাজমিয়তুল ফালাহওয়াসা মোড়লালখান বাজার হয়ে পুনরায় স্টেডিয়ামের সামনে এসে সমাপ্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধসিজিএস কলোনী শহীদ জিয়া স্মৃতি ফুটবলে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত