ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ অর্থ বছরের আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত চট্টগ্রাম জেলা দাবা স্কুল (দলগত) টুর্নামেন্টে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। তারা ৫ খেলায় অংশগ্রহণ করে ৪টিতে জয় লাভ করে এবং ১টিতে ড্র করে ৯ পয়েন্ট অর্জন করে। ফলে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমান খেলায় ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ৭ পয়েন্ট নিয়ে রানার্স আপ এবং ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে মির্জা আহমেদ ইস্পাহানী হাই স্কুল ৩য়, ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ৪র্থ ও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৫ম স্থান অর্জন করে। ১ নং বোর্ডে মির্জা আহমেদ ইস্পাহানী হাই স্কুলের তাওহিদা বেগম, ২নং বোর্ডে কলেজিয়েট স্কুলের সুরিদ দে, ৩নং বোর্ডে ইস্পাহানী পাবলিকের নাজিফ নিয়াজ ও ৪নং বোর্ডে ইস্পাহানী পাবলিকের সুদিপ্ত রায় চৌধুরী সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস সদস্য সচিব আবদুল বারী। ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেকের সভাপতিত্বে ও ডেপুটি আরবিটর নুরুল আমিন সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন, ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম ও তানজিলা তুর নূর প্রমুখ। টুর্নামেন্টে ১০টি স্কুলের ১৬ জন রেটেড খেলোয়াড় সহ মোট ৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করে।












