তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল সম্পন্ন হয়েছে। উক্ত প্রতিযোগিতায় বকুল অঞ্চল ৩৯–২২ পয়েন্টে গোলাপ অঞ্চলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় রানার্সআপ হয় গোলাপ দল। ফাইনালের পূর্বে প্রথম সেমিফাইনালে বকুল অঞ্চল ৩৮–১০ পয়েন্টে শাপলা অঞ্চলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে গোলাপ অঞ্চল ২৬–২০ পয়েন্টে রজনীগন্ধা অঞ্চলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। গত ১২ ও ১৩ জানুয়ারী দুইদিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলোর নামকরণ করা হয়: বকুল, রজনীগন্ধা, কৃষ্ণচূড়া, পদ্ম, শাপলা, গোলাপ, হাসনাহেনা ও বেলী। উল্লেখ্য তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতাসহ আয়োজিত অন্যান্য সকল ইভেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই কাবাডি প্রতিযোগিতা গত রোববার বিকেলে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।