“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারন করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সিজেকেএস আয়োজিত বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার পুরুষ বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে ‘বিগ বলার ক্যাম্প’। রানার্স আপ হয়েছে ‘ম্যাস্টাংস’। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘ইয়ং স্টার’ আর রানার্স আপ হয়েছে ‘থান্ডারস স্ট্রম’। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘ম্যাস্টাংস গ্রীণ’ এবং রানার্স আপ হয়েছে ‘ম্যাস্টাংস ব্ল্যাক’। গত ২৬ সেপ্টেম্বর সাগরিকা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামস্থ টেনিস কোর্টে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই বাস্কেটবল প্রতিযোগিতায় ২৭টি দল অংশগ্রহণ করে। গত শনিবার রাতে প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী’র সভাপতিত্বে এবং সিজেকেএস বাস্কেটবল উপ–কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজু‘র সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস বাস্কেটবল কমিটির ভাইস চেয়ারম্যান কুইন্টেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন বাবলু, সদস্য নুরুল হুদা, ইমরুল কায়েস, রোমেল রাশা, ব্যাডমিন্টন উপ কমিটির সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ ।