জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুর্ধ্ব–২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা গতকাল সোমবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্লু প্রাপ্ত ক্রীড়াবিদ এবং এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনছুর উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল মমিন সাদ্দাম। এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শোয়াইব, ভলিবল কোচ শামীম আহমেদ, সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ইসমাইল কুতুবী, আন্তর্জাতিক ভলিবল রেফারী বজলুর রশিদ ও জাহাঙ্গীর আলম, সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্যা মনির প্রমুখ। চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট ৯টি জেলা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার প্রথম দিনে দুটি জয় পেয়েছে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। দিনের দ্বিতীয় খেলায় এবং নিজেদের প্রথম খেলায় চট্টগ্রাম জেলা দল ২–০ সেটে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে। এছাড়া দিনের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় খেলায় স্বাগতিক চট্টগ্রাম জেলা দল ২–১ সেটে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে। এছাড়া দিনের প্রথম ম্যাচে কঙবাজার জেলা দল সরাসরি ২–০ সেটে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে শুভ সুচনা করে।