“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত দুই দিন ব্যাপি অনূর্ধ্ব–২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম জেলা ভলিবল দল ২–১ সেটে কুমিল্লা জেলা ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন সাদ্দাম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ শরিফুল ইসলাম স্বপন, সাবেক ভলিবল খেলোয়াড় ইসমাইল কুতুবী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মো. শোয়াইব এর সভাপতিত্বে এবং সরকারী শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্ল্যা মুনিরের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কোচ শামীম আহমেদ, আন্তর্জাতিক ভলিবল রেফারী মোঃ জাহাঙ্গীর আলম, রাবেয়া সুলতানা মীম প্রমুখ।