তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব ৫-৭ অক্টোবর শিল্পকলায়

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কবিতার শহর। প্রতিপাদ্যকে সামনে রেখে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর উদ্যোগে সপ্তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিতা উৎসব ২০২৩। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ইস্পাহানী নিবেদিত তিনদিনব্যাপী আয়োজন উৎসর্গ করা হয়েছে শহীদজায়া ও সাংস্কৃতিক সংগঠক পান্না কায়সারের স্মৃতির প্রতি। ৫ অক্টোবর বিকেল ৪.৩০টায় কবিতা উৎসব উদ্বোধন করবেন কবি সুবোধ সরকার। উদ্বোধনী আয়োজনে অতিথি থাকবেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অভিনেত্রী শমী কায়সার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ।

এদিন ‘শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা ২০২৩’ প্রদান করা হবে সিলেটের আবৃত্তি শিল্পী জ্যোতি সিনহাকে। এ পর্বে অতিথি থাকবেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল এবং নাট্যজন শুভ্রা বিশ্বাস। প্রথমদিন আবৃত্তি করবেন কোলকাতার সৌমিত্র ঘোষ, ঢাকার দেওয়ান সাইদুল হাসান, শাহাদাত হোসেন নিপুসহ অন্যান্য শিল্পীরা।

উৎসবের দ্বিতীয় সকাল ৯টায় রয়েছে শিশু প্রহর। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ। এরপর অনুষ্ঠিত হবে কবি সুবোধ সরকারের কবিতা নিয়ে পর্ব ‘মুখোমুখি সুবোধ সরকার’। এতে অতিথি থাকবেন রূপা চক্রবর্তী, কবি ওমর কায়সার, কবি ভাগ্যধন বড়ুয়া, আবৃত্তিশিল্পী শাহাদাত হোসেন নিপু, কবি মালেক মোস্তাকিম এবং কবি ওবায়েদ আকাশ। সমাপনী দিনে থাকবে তারুণ্যের উচ্ছ্বাস বড়দের ও ছোটদের বিভাগের সদস্যদের একক পরিবেশনা।

সন্ধ্যা ৭টায় রয়েছে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তি ‘আপোস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’। এতে অতিথি থাকবেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক। এ উপলক্ষে তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে এক প্রস্তুতি সভা গত শুক্রবার আন্দরকিল্লাস্থ সম্মিলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী দাশগুপ্তা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতনের পঞ্চ কবির গান
পরবর্তী নিবন্ধ‘ভাইরাল ফ্যামিলি’