তারুণ্যের উচ্ছ্বাসের ১৮ বছরে সুহৃদ সম্মিলন

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

সমৃদ্ধ পথচলার ১৮ বছরে পদার্পণ করেছে তারুণ্যের উচ্ছ্বাস। এ উপলক্ষে গত ৯ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয় ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ শিরোনামে জন্মদিনে সুহৃদ সম্মিলন ও আনন্দ আড্ডা। স্মৃতিচারণ, কথামালা, জন্মদিন উদযাপন, গান কবিতায় আনন্দ আড্ডা এবং সুহৃদ সম্মিলনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় দিনটি।

শিল্পকলা প্রাঙ্গন হতে শোভাযাত্রা ও ঢোলবাদনের মধ্য দিয়ে জন্মদিনের আনন্দ আয়োজন শুরু হয়। এরপর মিলনায়তনে তারুণ্যের উচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সদস্য মিঠু তলাপাত্রের স্বাগত কথামালার মধ্য দিয়ে সুহৃদ সম্মিলন আয়োজন সূচনা হয়। সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় জন্মদিনের আয়োজনে সুহৃদ সম্মিলনে বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী, সঙ্গীতশিল্পী, নাট্যজনসহ প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দের অংশগ্রহণে সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বক্তব্য দেন, প্রফেসর রীতা দত্ত, অধ্যাপক কবি হোসাইন কবির, কবি মুজিব রাহমান, ডিজাইনার রওশন আরা, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, সাইফুল আলম বাবু, কাবেরী সেনগুপ্তা, সজল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, মোহাম্মদ জোবায়ের, রেহানা বেগম রানু, বনকুসুম বড়ুয়া, মাইনুদ্দীন কোহেল, মনিরুল মনির, শাহাদাত হোসেন প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেনগুপ্তা, কান্তা দে, মন্দিরা চৌধুরী, সেঁজুতি দে, স্বপ্নিল বড়ুয়া, আনিকা চৌধুরী ও অনামিকা দাশ। আবৃত্তি করেন শারমিন মুস্তারী নাজু। শেষে কেকে কেটে গান কবিতায় আনন্দ আড্ডার মধ্য দিয়ে সুহৃদ সম্মিলনের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের সমর্থনে অস্কারে ‘লাল পিন ব্যাজ’ পরে তারকারা
পরবর্তী নিবন্ধঅস্কার : সেরা ছবি ওপেনহাইমার, পরিচালক নোলান, অভিনেতা মার্ফি