তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে এবারো বর্ণিল অনুষ্ঠানমালায় অনুষ্ঠিত হবে তিনদিনের কবিতা উৎসব। এ লক্ষে প্রস্তুিিত সভা গত ৪ ডিসেম্বর সংগঠনের আন্দরকিল্লাস্থ তারুণ্যের উচ্ছ্বাস সম্মিলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের পরিচালনায় সভায় আসন্ন কবিতা উৎসবের প্রস্তুিিত কমিটি গঠন, অনুষ্ঠান পরিকল্পনা চূড়ান্তকরণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১-১৩ ডিসেম্বর ‘চট্টগ্রাম : কবিতার শহর’ শিরোনামের কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১১ ডিসেম্বর বিকেল ৩টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। ১২ ও ১৩ ডিসেম্বর উৎসব হবে অনলাইনে। তারুণ্যের উচ্ছ্বাস ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে এটি সরাসরি সম্প্রচারিত হবে। সভায় বক্তব্য দেন, সহ সভাপতি প্রবীর মহাজন, মিঠু তলাপাত্র, সেঁজুতি দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।