তারুণ্যের উচ্ছ্বাস জন্ম থেকেই তিমির বিনাশী আলো হতে চেয়েছে। অযুত চোখের স্বপ্ন মুঠোয় নিয়ে মুক্ত চেতনার দীপশিখা ছড়িয়ে দিতে চেয়েছে প্রাণে প্রাণে। এ পথচলায় তারুণ্যের উচ্ছ্বাস আলো জ্বালাবার মশাল হিসেবে বেছে নিয়েছে কবিতার শুদ্ধ কথামালাকে। দেড় যুগের পথচলায় বিশাল কর্মযজ্ঞের অতীতজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস সমৃদ্ধ হয়েছে নানা আয়োজন–উৎসবে–অভিজ্ঞতায়। কবিতার শহর চট্টগ্রামে বছরব্যাপী কবিতা ও আবৃত্তিকে ঘিরে নানা আয়োজনের পাশাপাশি তারুণ্যের উচ্ছ্বাস ২০১৭ সাল থেকে বড় কলেবরে কবিতা উৎসব আয়োজন করে আসছে। এবারে তারুণ্যের উচ্ছ্বাস গতকাল ৫ অক্টোবর থেকে তিন দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে কবিতা উৎসবের আয়োজন করেছে। এবারের কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছে শহীদ জায়া, লেখক ও সংগঠক পান্না কায়সারের স্মৃতির প্রতি।
গতকাল বিকেল ৫ টায় এ কবিতা উৎসব উদ্বোধন করেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কবি সুবোধ সরকার। এসময় তারুণ্যের উচ্ছ্বাসের সদস্যরা ‘একটি কবিতার জন্যে’ শিরোনামে উদ্বোধনী বৃন্দ আবৃত্তি করেন।
উদ্বোধনী আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংস্কৃতিজন মফিজুর রহমান, ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার নূর নবী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সংস্কৃতিজন ডা. আলী আজগর চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি প্রবীর মহাজন।
উদ্বোধকের বক্তব্যে কবি সুবোধ সরকার বলেন, কবিতার শক্তি অসাধারণ। কবিতাই আমাদের সব বাধা অতিক্রম করে এগিয়ে নিতে পারে। এপার ওপারের যে কাঁটাতারের বেড়া তা ডিঙ্গিয়ে কবিতার মাঝেই সব মিলেমিশে একাকার হয়েছে।
সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে সুবোধ সরকার বলেন, কবির মৃত্যু নেই। আসাদ চৌধুরী বাংলা কবিতার ইতিহাসে আমৃত্যু বেঁচে থাকবেন তার অসাধারণ সব সৃষ্টিকর্মের জন্যে।
এরপর মঞ্চে ‘শান্তনু বিশ্বাস স্মৃতি প্রণোদনা ২০২৩’ প্রদান করা হয় সিলেটের মনিপুরী থিয়েটারের মেধাবী তরুণ আবৃত্তি ও অভিনয়শিল্পী জ্যোতি সিনহাকে। অতিথিরা এসময় জ্যোতি সিনহার হাতে পদক, প্রণোদনার অর্থমূল্য, বই ও উত্তরীয় পরিয়ে দেন। এ পর্বে শান্তনু বিশ্বাসের স্মৃতিচারণ করেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল এবং নাট্যজন শুভ্রা বিশ্বাস।
প্রথমদিনের আয়োজনে কবিতার গান পরিবেশন করেন আল তুষি। আবৃত্তি করেন কোলকাতার সৌমিত্র ঘোষ, ঢাকার দেওয়ান সাইদুল হাসান, শাহাদাত হোসেন নিপু। কবিতাপাঠ করেন কবি স্বপন দত্ত, ফাউজুল কবির, সাথী দাশ, আশীষ সেন, কমলেশ দাশগুপ্ত, অভিক ওসমান, রিজোয়ান মাহমুদ প্রমুখ। একক আবৃত্তি করেন শুভ্রা বিশ্বাস, রেখা নাজনীন, মশরুর হোসেন, জলি চৌধুরী, শিমুল নন্দী, বনকুসুম বড়ুয়া, জাভেদ হোসেন, মো. সেলিম ভূঁইয়া, সুপ্রিয়া চৌধুরী প্রমুখ।
আজ উৎসবের দ্বিতীয় দিন ৬ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় রয়েছে শিশু প্রহর। বিকেল ৩টায় রয়েছে ঢোলবাদন। এরপর অনুষ্ঠিত হবে জনপ্রিয় কবি সুবোধ সরকারের কবিতা নিয়ে পর্ব ‘মুখোমুখি সুবোধ সরকার’।